গর্ভাবস্থায় খাবার তালিকা | গর্ভাবস্থায় কি খেতে হবে
গর্ভাবস্থায় মায়ের খাবার তালিকা নিয়ে বিভ্রান্তির মধ্যে আছেন । আপনি গর্ভাবস্থায় কোনটি খাওয়া প্রয়োজন আর কোনটি খাওয়া নিষিদ্ধ আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব একজন গর্ভবতী মায়ের খাওয়ার তালিকা সম্পর্কে ।
গর্ভাবস্থায় সুষম এবং পুষ্টিকর খাদ্য অধিক গুরুত্বপূর্ণ এটিমা এবং শিশুর বিকাশে অবদান রাখে গর্ভাবস্থায় খাওয়ার জন্য কিছু প্রস্তাবিত খাবারের তালিকা সংগ্রহ করে দেয়া হলো ।
পোস্ট সুচিপত্রঃ যে অংশ থেকে পড়তে চান বেছে নিয়ে পড়তে পারেন
- গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত
- কি কি খাবার গর্ভাবস্থায় খাওয়া যাবে না
- গর্ভবতী মায়ের ফল খাবার তালিকা
- গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া উচিত
- গর্ভাবস্থায় কিছু পুষ্টিকর খাদ্য তালিকা
- গর্ভবতী মায়ের দিনে গড়ে কতটুকু পানি পান করা উচিত
- গর্ভাবস্থায় কালোজিরা খেলে কি হয়
- লেখকের শেষ বক্তব্য
গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত
গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত তা নিয়ে আপনাদের অনেকেরই না জানা আজকের আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত তা নিয়ে বিস্তারিত তো চলুন দেরি না করে জেনে নেয়া যাক গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত তা নিয়ে বিস্তারিত তথ্যঃঃ
- শাকসবজিঃ পালংশাক বাঁধাকপি ব্রকলি এসে বসে পরিমাণে ফাইবার ভিটামিন সি ভিটামিন কে এবং ফোলেট যা শিশুর স্বাভাবিক বিকাশে সাহায্য করে।
- ফলমূলঃ ফর্মুলার মধ্যে রয়েছে কমলা আপেল এবং কলা ভিটামিন সি এবং পটাশিয়ামের ভালো উচ্চ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
- প্রোটিন সমৃদ্ধ খাবারঃ যেমন ডিম টিমে রয়েছে প্রোটিন এবং কলিনের একটি ভালো উৎস মস্তিষ্কের বিকাশে সাহায্য করে । মুরগি এবং মাছ চরবিহীন প্রোটিনের চমৎকার উৎস মা এবং শিশুর জন্য মুরগি এবং মাছ খাওয়া অতি গুরুত্বপূর্ণ শরীরের গঠনে সাহায্য করে ।
- দুগ্ধ জাত দ্রব্যঃ পনির এবং ভিটামিন ডি সমৃদ্ধ যাহার এবং দাঁত মজবুত করে ।
- গোটা শস্যঃ ফটোস ব্রাউন রাইস পুরো গমের রুটি এগুলো ফাইবারের একটি অন্যতম উৎস ।
- পানযোগ্য পানিঃ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের হাইড্রোটেড এর অভাব পূরণ করে ।
- আয়রন এবং ফলিক এসিড সমৃদ্ধ খাবারঃ মটরশুঁটি সয়াবিন পালং শাক এ খাবারগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার অর্থ রক্তশুন্যতা থেকে মুক্তি দেয় ।
- ভিটামিন ডি সমৃদ্ধ খাবারঃ চর্বিযুক্ত মাছ যেমন স্যামন ডিমের কুসুম ভিটামিন ডি হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
- যেসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবেঃ কাঁচা বা কম সিদ্ধ মাংস খাওয়া হতে বিরত থাক্তেতে হবে এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ায় ।
- অতিরিক্ত ক্যাফেইনঃ প্রতিদিন ২০০ মেরে গ্রামের বেশি গ্রহণ করবেন না অতিরিক্ত গ্রহণ করলে আমার শরীরের উপর প্রভাব ফেলতে পারে ।
- অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবারঃ এটি আপনার ওজন বৃদ্ধি করে দেবে এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে।
গর্ভাবস্থায় আরো কি কি খাবার খাওয়া প্রয়োজন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন ।
কি কি খাবার গর্ভাবস্থায় খাওয়া যাবে না
কি কি খাবার গর্ভাবস্থায় খাওয়া যাবে না তা নিয়ে আপনি জানেন না এই আর্টিকেলের এই অংশে আমরা বিস্তারিত আলোচনা করব কি কি খাবার গর্ভাবস্থায় খাওয়া নিষিদ্ধ তো চলুন দেরি না করে শুরু করা যাক।
গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক খাবার রয়েছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় কারণ এটি আপনার শিশুর স্বাস্থ্য গঠনে প্রভাব ফেলতে পারে ঃ
- কাঁচা ডিমঃ কাঁচা বা অল্প সিদ্ধ ডিম সালমোনেলা সংক্রমণের ঝুমকি বাড়াতে পারে তাই কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে রান্না করা ডিম খাওয়া উত্তম ।
- দুধ বা দুগ্ধযাত পণ্যঃ দুধ এবং পনির খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত। কারণ এটি শিশুর বিকাশের জন্য ক্ষতি হতে পারে ।
- ক্যাফেইনঃ ক্যাফেইন কফি, চা ,চকলেট এবং কিছু কোমল পানি হতে থাকে বেশি পরিমাণে ক্যাফেইন তাই এটির নেওয়া শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত ।
- কাঁচা বা আধা পাকা মাংসঃ কাঁচা বা আধা পাকা মাংস টার্কি বা সাসেজে প্যারাসাইটের সংক্রমণ হতে পারে যা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর তাই এটি খাওয়া হতে বিরত থাকতে হবে ।
- মাছের কিছু প্রকারঃ সামুদ্রিক মাছ যেমন স্কুইড টুনা ইত্যাদি মাঝে বেশি পরিমাণে পারদ থাকতে পারে এই মাছগুলো সীমিত পরিমাণে খাওয়া উচিত ।
- খুব মসলাদার খাবারঃ অনেক সময় বেশি মসলা দেওয়া খাবার গর্ভবতী মায়ের পেটে অস্বস্তি ও গ্যাসের সমস্যা সৃষ্টি করে যা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর ।
গর্ভবতী মায়ের ফল খাবার তালিকা
গর্ভবতী মায়ের ফল খাবার তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন তবে এই আর্টিকেলের এই অংশটি মনোযোগ সহকারে পড়ুন এখানে কিছু পুষ্টিকর ফলের তালিকা দেওয়া হল যা গর্ভাবস্থায় খাওয়া যেতে পারে ঃ
- আপেলঃ আপেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং পটাশিয়াম থাকে যা গর্ভবতী মায়ের শরীরের জন্য ভালো । তাছাড়াও আপেল হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় ।
- কলাঃ কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন বি৬ এবং ফাইবার থাকে যা গর্ভবতী মায়ের শরীরে খুবই প্রয়োজন ।
- স্ট্রবেরিঃ স্ট্রবেরিতে ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট রয়েছে ।
- যা গর্ভাবস্থায় ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে ।
- পেঁপেঃ পেপে হজমে সাহায্য করে এবং এদের রয়েছে ভিটামিন ই সি ও ফাইবার ।
- নাশপাতিঃ নাশপাত ফাইবার ও ভিটামিন সি রয়েছে যা গর্ভবতী মায়ের হজমে সাহায্য করে ।
- আঙ্গুরঃ আঙ্গুরের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী ।
- বেরিঃ ব্লু বেরি, র্যাম্প বেরি, ইত্যাদি উচ্চ পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে ।
- বিভিন্ন ধরনের টক জাতীয় ফলঃ যেমন লেবু কমলা এগুলো ভিটামিন সি এর চমৎকার উৎস
- এছাড়াও আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে আরো উপকার পাবেন ।
গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া উচিত
গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া উচিত এ নিয়ে সবার মনে দ্বিধা দন্দ কাজ করে এই আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া উচিত তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত ঃ
- ব্রকলিঃ ব্রকলিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং ফোলেট যা গর্ভাবস্থায় প্রয়োজনীয়।
- বিটরুটঃ বিটরুট রয়েছে আয়রন এবং ফোলেট যা গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ উপাদান ।
- গাজরঃ গাজরের ভিটামিন এ ও অ্যাক্সিডেন্ট হয়েছে এটি শিশুর চোখের যত্ন রাখে ।
- টমেটোঃ টমেটো লাইকোপেন এবং ভিটামিন সি এর ভালো একটি উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
- কুমড়াঃ এতে ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা গর্ভাবস্থায় শরীরের জন্য ভালো ।
- মুলাঃ এটি পুষ্টিকর এবং হজম সহায়ক ।
- বিণসঃ প্রোটিন এবং ফাইবাররের ভালো উৎস যা গর্ভাবস্থায় প্রয়োজনীয় ।
গর্ভাবস্থায় কিছু পুষ্টিকর খাদ্য তালিকা
গর্ভাবস্থায় কিছু পুষ্টিকর খাদ্য তালিকা জেনে রাখা ভালো কারন গর্ভাবস্থায় আপনার প্রতিদিনের খাবারের সাথে কিছু পুষ্টিকর খাবার রাখলে তা শিশুর বিকাশে আরো বেশি সহায়তা করবে । তো চলুন দেরি না করে জেনে নেয়া যাক গর্ভাবস্থায়
কিছু পুষ্টিকর খাবার তালিকা সম্পর্কে ঃ
- চিকেনঃ যা প্রোটিনের ভালো উৎস ।
- ফিশঃসামুদ্রিক মাছ যেমন স্যামন ।
- ইনডোর ডালঃ হাই প্রোটিন সমৃদ্ধ ডাল ।
- উচ্চ পুষ্টি সমৃদ্ধ ফল ঃ পেয়ারা , আপেল ,বাতাবি লেবু ,কমলা , আঙুর ইত্তাদি ।
স্বাস্থ্যকর আচার
- মিস্টি জাতীয় খাবার কম খাওয়ার চেস্টা করুন তবে সেটি স্বাস্থ্যকর হলেও সীমিত আকারে খাওয়ার চেস্টা করুন ।
- সঠিক পরিমানে খাবার খাওয়ার চেস্টা করুন ।
দৈনিক খাদ্য তালিকা
- সকালের নাস্তা ঃ ওট্মিল, কিছু শুকনা ফল ও বাদাম ।
- মধ্যহ্নভোজ ঃ সবজি ও সূপ ।
- বিকেলের নাস্তা ঃ দই ও কিছু ফল ।
- রাতের খাবার ঃ মাছ ,মাংস ও সালাদ ।
ফাইবার সমৃদ্ধ খাবার
- চিনা মটরশুটি ঃ উচ্চ ফাইবার ও প্রোটিনের উৎস ।
- বিনস ঃ কালো বিন , সাদা বিন ও গ্রিন বিন ।
অ্যান্টিওক্সিডেন্ট সমৃদ্ধ খাবার
- বেরি ঃ স্ট্রবেরি , ব্লুবেরি
- বিট ঃ হৃদয়ের স্বাস্থ্য ভালো রাখে রক্ত চলাচল সচল রাখে ।
গর্ভবতী মায়ের দিনে গড়ে কতটুকু পানি পান করা উচিত
গর্ভবতী মায়ের দিনে গড়ে কতটুকু পানি পান করা উচিত তা নিয়ে আপনি জানেন না তো চলুন জেনে নেয়া যাক ঃ
গর্ভবতী মায়ের জন্য প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ গ্লাস পানি পান করা উচিত , তবে এটি ব্যাক্তির শারীরিক অবস্থার অপর সেটি নির্ভরশীল । প্রায় { ২-৩ } লিটার পানি ।
গর্ভাবস্থায় কালোজিরা খেলে কি হয়
গর্ভাবস্থায় কালোজিরা খেলে কি হয় তা নিয়ে জানেন না তো চলুন জেনে নেয়া যাক গর্ভাবস্থায় কালোজিরা খেলে কি হয় ঃ
- পাচনতন্ত্রের উন্নতি ঃ কালোজিরা পাচনতন্ত্রের জন্য উপকারি হয়ে থাকে । সাধারনত গ্যাস্টিক কমাতে সাহায্য করে ।
- ইমিউন সিস্টেমকে শক্তিশালি করে ঃ এটি ইমিউন সিস্টেমকে হার্ড করে যা আমাদের স্বাস্থ্যর জন্য খুবই উপকারি ।
- ব্লাড সুগার নিয়ন্ত্রন ঃ কিছু গবেষনায় জানা গেছে ব্লাড সুগার নিয়ন্ত্রন এ কালোজিরার গুরুত্ত অপরিসীম ।
- লিভার সমর্থন ঃ এটি লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ।
লেখকের শেষ বক্তব্য
আশা করছি আপনি গর্ভাবস্থায় খাবার তালিকা নিয়ে যথেষ্ট ধারনা পেয়ে গেছেন এ নিয়ে আরও তথ্য জানতে হলে ভিজিট করতে থাকুন, প্লাস পয়েন্ট আইটি । ধন্যবাদ
প্লাস পয়েন্ট আইটির নিতিমালা মেনে কমেন্ট করুন
comment url